বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে এ ইউনিয়নের চাল বিতরণ করা হয়। এ সময় টাকা নেওয়ার নিয়ম না থাকলেও জেলেদের নিকট থেকে ৪০ কেজি চালের বিনিময়ে ৫০ টাকা করে নেওয়া হয়েছে। ওজনেও দেওয়া হয়েছে কম। অভিযোগ উঠেছে, নৌকা প্রতীকে ভোট দেওয়ার অপরাধে অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান মো. আকরামুজ্জামান উপস্থিত থেকে আজ ওই ইউনিয়নের জাটকা আহরণে বিরত থাকা ২১০ জন মৎস্যজীবীর মাঝে চাল বিতরণ করেন। সুবিধাভোগীদের অভিযোগ, গ্রামভিত্তিক নেতার মাধ্যমে প্রত্যেক জেলের নিকট থেকে খরচ বাবদ এই চালের বিনিময়ে ৫০ টাকা করে আদায় করা হয়েছে। এরপর আবার ওজনেও কম দেওয়া হয়েছে। সরকার প্রতিজন জেলেকে ৪০ কেজি করে চাল বরাদ্দ দিলেও এখানে দেওয়া হয়েছে ৩৮/৩৯ কেজি করে। সম্পূর্ণ অবৈধভাবে নাম পরিবর্তন করা হয়েছে ৫০ জন সুবিধাভোগীর। চেয়ারম্যান তার পছন্দের লোকদের নাম ঢুকিয়েছেন এ তালিকায় বলে অভিযোগ করেছেন তারা।
মোরেলগঞ্জে ভিজিএফ'র চাল নিতে ৫০ টাকা নগদ দিয়ে এই স্লিপ সংগ্রহ করতে হয়েছে মৎস্যজীবীদের।
পেশাদার কার্ডধারী জেলে পাঠামারা গ্রামের রিয়াজুল ফরাজী, গুচ্ছগ্রামের হেমায়েত উদ্দিন হাওলাদার, তোতা মিয়া, ফারুক হোসেন, সেলিম খান, কালিকাবাড়ি গ্রামের মজিবর রহমান, হোগলাবুনিয়া গ্রামের ইব্রাহিম খান, সানকিভাঙ্গা গ্রামের এমাদুল সিকদার, বদনিভাঙ্গা গ্রামের কালাম ফরাজী অভিযোগ করে বলেন,‘আমরা মৎসজীবী হিসেবে কয়েক বছর ধরে ভিজিএফ’র চাল পাচ্ছি। গেল ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী(চেয়ারম্যান) আমাদের নাম কেটে দিয়েছেন। আজ চাল নিতে এসে দেখি তালিকায় আমাদের নাম নেই’।
মোরেলগঞ্জের হোগলাবুনিয়া ইউনিয়নের ভিজিএফ'র তালিকা থেকে বাদ পড়া এক মৎস্যজীবী।
এ সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান বলেন, চালের বিনিময়ে টাকা নেওয়ার বিষয়ে আমার জানা নেই। ওজনেও কম দেওয়া হচ্ছে না। ৪০/৫০ জনের নাম পরিবর্তন করা হয়েছে সেটাও উপজেলা পরিষদের অনুমোদন সাপেক্ষে। এদিকে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস বলেন, যে সকল জেলে মৃত্যুবরণ করেছে, পেশা ছেড়েছে বা দেশান্তর হয়েছে শুধুমাত্র তাদের নামের কার্ডগুলোই পরিবর্তন করা যাবে।
এ সম্পর্কে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে’।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব