কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং লালব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়ার হাজী আবদুল আলিমের ছেলে কুতুব উদ্দিন (২৬) ও মো. ইছহাকের ছেলে আবদুর রহিম (২৫)। তারা বড় হাতিয়ার ব্যবসায়ী বলে জানিয়েছেন এলাকাবাসী।
আহত হয়েছেন একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন (২৫) এবং পথচারী স্থানীয় হারবাং ইউনিয়নের বৃন্দাবনখিল এলাকার রাসেল (১৭), রুবেল (১৬) ও বেলাল উদ্দিন (২৪)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, কুতুব উদ্দিন, আবদুর রহিম ও আনোয়ার হোসেন একটি মোটরসাইকেলে চকরিয়ার দিকে যাচ্ছিলেন। পথে লালব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস ওই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ