বান্দরবানের লামার ফাইতংয়ে পারিবারিক শত্রুতার জের ধরে ভগ্নিপতির দায়ের কোপে চাথুইমং মার্মা (৩৩) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় ভগ্নিপতি মংহ্লাথোয়াই মার্মা (৩০) কয়েকজনকে নিয়ে তাকে খুন করে। নিহত চাথুইমং মার্মা ফাইতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফাদু বাগান পাড়ার মৃত নিওলা অং মার্মার ছেলে।
নিহতের বড় বোন ক্যওচিং প্রু মার্মা জানান, তার ভাই চাথুইমং মার্মা একজন দোকানদার। হেডম্যান পাড়ায় তার দোকান রয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ফাদু বাগান পাড়া সংলগ্ন খালে পৌঁছালে মংহ্লাথোয়াই মার্মা আরও কয়েকজনকে নিয়ে তার উপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে খুন করে। তার চিৎকারে পাড়ার লোকজন এগিয়ে আসলে অপরাধীরা পালিয়ে যায়।
জানা গেছে, বছর দুয়েক আগে একই পাড়ার ক্যওচাচিং মার্মার ছেলে মংহ্লাথোয়াই মার্মা নিহতের ছোট বোন থুই ম্রা প্রু মার্মাকে বিবাহ করে। বিবাহের পর থেকে মংহ্লাথোয়াই মার্মা তার স্ত্রী থুই ম্রা প্রু এর কোন খোঁজ খবর রাখেনি। খোঁজখবর না রাখায় থুই ম্রা প্রু নিজের পছন্দে কয়েকদিন আগে আরেকজনকে বিবাহ করে। পরবর্তীতে বোনের বিবাহ দেয়ায় ক্ষিপ্ত হয়ে পূর্বের ভগ্নিপতি চাথুইমং তার স্ত্রীর বড় ভাই মংহ্লাথোয়াইকে খুন করে।
ঘটনার সত্যতা স্বীকার করে ফাইতং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ শেখর দাশ বলেন, রাত ২টায় নিহতের লাশ উদ্ধার করে আনা হয়েছে। যোগী সুই চি উ মার্মা নামে একজনকেও আটক করা হয়েছে।
লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা হাসপাতালে পাঠানো হবে। মূল আসামীদের আটকের অভিযান চলছে।
বিডি প্রতিদিন/১১ মে, ২০১৭/ফারজানা