সয়াবিন লুটে বাধা দেওয়ায় লক্ষ্মীপুরের রায়পুরে ছাদু মিয়া নামক এক মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে জুতা পেটা করার অভিযোগ পাওয়া গেছে। রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
মুক্তিযোদ্ধা ছাদু মিয়া উপজেলার দেবিপুর গ্রামের মৃত দুলা মিয়ার পুত্র। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোস্তফা বেপারীসহ পাঁচ জনের বিরুদ্ধে ছাদু মিয়া রায়পুর থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মোস্তফা বেপারীকে হাজীমারা ফাঁড়ি থানার পুলিশ গ্রেফতার করে।
বৃদ্ধ ছাদু মিয়া কান্নাজড়িত কন্ঠে বলেন, চরকাচিয়া গ্রামের সরকারি খাস জমির ৮১নং প্লটের এক একর জায়গায় সয়াবিন চাষ করেছিলাম। বুধবার বিকালে মোস্তফা বেপারিসহ কিছু বহিরাগত লোকজন সয়াবিন লুট করে নেয়ার সময় বাধা দেই। এসময় তারা আমাকে প্রকাশ্যে জুতা পেটা ও বেদম মারধর করে। তারা বেশিরভাগ সয়াবিন লুট করে নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করি।
অভিযুক্ত দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি ও চরকাচিয়া গ্রামের আশ্রায়ন প্রকল্পের সভাপতি মোস্তফা বেপারী মুক্তিযোদ্ধাকে জুতা পেটার কথা স্বীকার করে বলেন, আমি ছাদু মিয়ার কাছে ৫০০ টাকা পাওনা ছিলাম। আমার টাকা না দিয়ে ক্ষেত থেকে সয়াবিন তুলে নিয়ে যাওয়ার সময় পাওনা টাকার দেওয়ার কথা বলি। এসময় তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উনি আমাকে ধাক্কা দেয়। তারপর আমি তাকে জুতা দিয়ে মারধর করি।
রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন পাঠান বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত। জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাই।
বিডি প্রতিদিন/১১ মে, ২০১৭/ফারজানা