কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে।বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পদুয়া রাস্তা মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার আলকরা ইউনিয়নের উত্তর সোনাইছা গ্রামের আবুল কালাম (১৯), মো. ইকবাল (২২) ও নুরন্নবী (১৯)।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই এস এম মনির হোসেন ও এএসআই শাহজাহান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ মে, ২০১৭/ফারজানা