রাজশাহীর গোদাগাড়ীর পর এবার নাটোর জেলার বড় হরিশপুর এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে ডিবি পুলিশ এবং নাটোর পুলিশ। তৃতীয় তলায় ৩ থেকে ৪ জনকে সন্দেহ করে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখে।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তৃতীয় তলায় ৩ থেকে ৪ জনকে সন্দেহ করে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৭/মাহবুব