চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ায় স্থানীয় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (২০ মে) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনিকা রানী দাশ (৪৫),মো. সোলায়মান (৬০) ও মো. নাসির (৫০)।
হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে মীরসরাইয়ের বারৈয়ারহাট যাওয়ার পথে যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ