ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, কাপাসাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান জোয়ার্দ্দারসহ ৭ দলীয় নেতাকর্মীকে পিটিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তার ব্যবহৃত গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছে উপজেলা আওয়ামী লীগ নেতা মজিদ মন্ডল, জাহিদ হোসেন, টিটো জোয়ার্দ্দার, মনোয়ার হোসেন ও শহীদ কাজী। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জাহিদ হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপে বিভক্ত হয়ে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, আজ বিকেলে ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মশিয়ার রহমান জোয়ার্দ্দার হরিণাকুন্ডু উপজেলার কুল্ল্যাগাছা গ্রামে ওয়ার্ড কমিটি গঠন করতে যায়। এ সময় প্রতিপক্ষ ঝন্টু মেম্বারের লোকজন তাদের উপর হামলা চালিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মশিয়ার জোয়ার্দ্দার অভিযোগ করেন হত্যার উদ্দেশে তার উপর ও দলীয় নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। এদিকে কাপাসাটিয়া ইউনিয়নের সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝন্টু মেম্বার অভিযোগ করে জানান, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। অথচ আমাকে না জানিয়ে দল থেকে বহিস্কার করা হয়েছে। এতে আমার কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালিয়েছে।
হামলার ব্যাপারে হরিনাকুন্ডু থানার ওসি কেএম শওকত হোসেন জানান, হামলার ঘটনা জানতে পেরে পুলিশ সেখানে উপস্থিত হয়। কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার