চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা পি বি পাল ও সাইফুর রহমানকে পণ্যের দাম কম দেখিয়ে রাজস্ব কম নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাবলু বলেন, গত ২৬ এপ্রিল নগরীর বন্দর থানায় পি বি পালের বিরুদ্ধে তিনটি এবং সাইফুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলায় তারা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষে নিন্ম আদালতে আত্মসমর্পণের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। মেয়াদ শেষে গত সোমবার উভয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত বুধবার শুনানির দিন ধার্য করেছিলেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার