সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে নিখোঁজ থাকার তিন দিন পর ইয়াসিন গাজী (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে সুন্দবন সংলগ্ন কালিঞ্চি নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রতিপক্ষ মনির গাজী নামের একজনকে আটক করেছে।
নিহত চিংড়ি রেনু ব্যবসায়ী ইয়াসিন গাজী উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মজিবর গাজীর ছেলে। এদিকে, আটক মনির গাজী একই গ্রামের আব্দুল গাজীর ছেলে।
নিহতের চাচা ফজলু গাজী জানান, আমার ভাইপো চিংড়ি রেণুর ব্যবসা করতো। একই এলাকার ফারুক, বিল্লাল ও মনিরের সাথে তার ব্যবসায়ীক লেনদেন রয়েছে। এরই জের ধরে গত তিনদিন আগে তারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। এরপর আজ সকালে তার লাশ নদীতে ফেলে দেয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াছিন গাজী চিংড়ি রেণুপোণার ব্যবসা করার সুবাদে স্থানীয় ফারুক, বিল্লাল ও মনির নামের তিন জনের কাছে সে টাকা পেত। আর এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত সোমবার রাতে তাকে তার বাড়ি থেকেত ওই তিনজন ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। আজ বুধবার সকালে তার মরদেহ কালিঞ্চি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, ইয়াছিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনিরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনির এই হত্যাকেণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকীদের আটক করেত পুলিশি অভিযান অব্যাহত আছে বলে ওসি জানান।