বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপির নির্যাতিত ৭৭ নেতাকর্মীর বাড়িতে ঈদ সামগ্রী পৌঁছে দিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম। তিনি নিজে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন। এসময় উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম জানান, বিএনপির হয়ে বিভিন্ন সময়ে নেতাকর্মীরা আন্দোলন করতে গিয়ে আহত আবার কেউ অসহায় হয়ে পড়েছে। তাদের মুখে ঈদের আনন্দ দেখতে এই আয়োজন করা হয়েছে। বিএনপির সকল নেতাকর্মীই যেন ঈদ আনন্দ করতে পারে সে কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং মেঘাখর্দ্দম, হাজিপাড়া, রহবল, ভরিয়াসহ কয়েকটি এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার