বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করানো নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আজ এই সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত জানান, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। নিজেরা বসে ভুল বুঝাবুঝির অবসান করবেন।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোন পক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার