বগুড়ায় বিএনপির পক্ষ থেকে গরীব ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকেলে শহরের কলোনী এলাকায় শহর বিএনপির ১২ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যু বার্ষিকীতে ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
এসময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার মাগফেরাত কামনা ও জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি জহরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, বিএনপি নেতা রাজু বাহার, আকরামুজ্জামান, শামীম , বিপুল, রহিম, মতি, স্বেচ্ছাসেবকদলের সাইমুম, পলাশ, যুবদলের জুম্মান, ছাত্রদলের জেম্স প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার