বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে সাময়িক বরখাস্ত করেন।
বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তারা হলো-গোয়েন্দা পুলিশ বগুড়ার এসআই ইব্রাহিম, এসআই গোলাম মোস্তফা ও এএসআই রাসেল।
অতিরিক্ত পুলিশ সুপার সোনাতন কুমার চক্রবর্তী জানান, বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।