গোপালগঞ্জ পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরে ১শ’ ৩২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর-মেয়র কাজী লিয়াকত আলী। বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম অডিটরিয়ামে এ বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে মোট আয় দেখানো হয়েছে- ১ শ’ ৩২ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ৩১১ টাকা ৬৪ পয়সা। এর মধ্যে উন্নয়ন আয় ধরা হয়েছে ১শ’ ২০ কোটি ৮১ লক্ষ টাকা এবং রাজস্ব আয় ধরা হয়েছে ১২ কোটি ৪ লক্ষ ৩৮ হাজার ৩১১ টাকা ৬৪ পয়সা।
বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১শ’ ৩২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১শ’ ২০ কোটি ৮০ লক্ষ ৫০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৪ লক্ষ টাকা। বাজেটে ৮৮ হাজার ৩১১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মো. সাইদুর রহমান খান, সাবেক মেয়র হাসমত আলী সিকদার চুন্নু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণা শেষে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/২২ জুন ২০১৭/এনায়েত করিম