উৎসবের আমেজে নাটোরে ঈদের নামাজের প্রস্তুতি চলছে। সকাল পৌনে ৮টায় নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে। নামাজের উপযোগী করতে ঈদগাহ মাঠে জোরেসোরে কাজ চলছে।
ওইদিন সকাল পৌনে ৮টায় ঈদের প্রধান ও প্রথম জামাতে ইমামতি করবেন আলাইপুর জামে মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমান।
প্রথম জামাতের এক ঘণ্টা পর পৌনে ৯টায় ঈদগাহ মাঠে দ্বিতীয় ও শেষ জামাতে ইমামতি করবেন কান্দিভিটুয়া জামে মসজিদের ইমাম হাফেজ গোলাম মোস্তফা।
মূলত: শহরের বাসিন্দারা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়েন। মাঠকে নামাজের উপযোগী করতে চলছে কর্মযজ্ঞ। মাঠের সমতলের কাজ এবং ছামিয়ানা টানানোর জন্যে উপরে বাঁশের ফ্রেম তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বৃষ্টির অবস্থান বুঝে শুকনো মাঠে শেষ পর্যায়ে ম্যাট বিছিয়ে দেয়া হবে এবং উপরে ছামিয়ানা স্থাপন করা হবে। জেলা তথ্য অফিস শব্দ যন্ত্র সরবরাহ করবে।
ঈদ উপলক্ষে ব্যস্ত শহরের বিভিন্ন স্থানে চোখে পড়ছে মনোরম তোরণ।
প্রতিকূল আবহাওয়ার কারণে ঈদগাহ মাঠে ঈদ জামাত আয়োজন সম্ভব না হলে সকাল পৌনে ৮টায় কেন্দ্রীয় মসজিদে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মুনিরুজ্জামানের ইমামতিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে মসজিদের ছাদে ত্রিপল টানানোর কাজ করবে নাটোর পৌরসভা।
এ ছাড়া শহরের মল্লিকহাটিতে পুরনো ঈদগাহ মাঠ, নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠ, ফুলবাগান হেলিপ্যাড মাঠ, রানীভবানী চত্বরে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়।
ঈদগাহ্ মাঠের নিরাপত্তা এবং যাতায়াতের রাস্তাগুলো যানজট মুক্ত রাখতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।
সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ আয়োজনে গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষকে প্রযোজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২২ জুন ২০১৭/এনায়েত করিম