কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার একটি পুকুর থেকে বাচ্চু (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বাচ্চু উপজেলার পূর্ব ভেড়ামারা এলাকার মৃত আফেজ উদ্দিনের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, বাচ্চু দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে বাড়ির কাছের পুকুরে তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/২২ জুন ২০১৭/এনায়েত করিম