সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের সময় এক শিশুসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাবাড়িয়া সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস এর ১০ আরবি’র নিকট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরার জেলার শ্যামনগর থানার চনিডপুর গ্রামের শহিদুল মোল্যার স্ত্রী সালেহা খাতুন (৪০),খুলরনা জেলার কয়রা থানার চৌকুনি গ্রামের মান্নান গাজীর স্ত্রী হাজেরা বিবি(৪০) ও তার শিশু পুত্র ইমরান (৭)
কলারোয়া ৩৮/ই মাদরা বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে বিজিবি সদস্যরা সীমান্তে টহলকালে দেখতে পান তিন বাংলদেশি নাগনিক অবৈধভাবে বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করছে। তখন বিজিবি সদস্যরা আটক করে জিজ্ঞাসা করলে তারা কাজের সন্ধানে ভারতে যাচ্ছে বলে জানায়। এ সময় তাদের আটক করা হয়।
বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৭/মাহবুব