৯ এপ্রিল, ২০১৯ ১৭:২৩

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসা কার্যক্রম বন্ধ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসা কার্যক্রম বন্ধ

চিকিৎসকদের লাঞ্চিত করার অভিযোগ তুলে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকাল থেকে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে চিকিৎসকরা।  এতে করে হাসপাতালের অভ্যন্তরে এবং বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছে। 

হাসপাতালের প্রধান গেট, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ডে তালা মেরে চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ করেছে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ইন্টার্ন চিকিৎসকরা অবস্থান করে প্রতিবাদ সভা করে। এসময় জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদেরও যেতে দেওয়া হয়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে হাসপাতালের প্রধান গেট, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ডে তালা মেরে চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ করে চিকিৎসকরা।  এসময় কর্মরত সাংবাদিকদের প্রায় এক ঘন্টা অপেক্ষা করলেও প্রবেশ করতে দেয়নি এবং সাংবাদিকদের সাথে কথা বলেননি হাসপাতাল কর্তৃপক্ষ। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর