২২ এপ্রিল, ২০১৯ ১০:৩৫

শ্রীলঙ্কা ট্র্যাজেডি: নাস্তা করার কয়েক ঘণ্টা পরই প্রাণ হারান মা-মেয়ে

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কা ট্র্যাজেডি: নাস্তা করার কয়েক ঘণ্টা পরই প্রাণ হারান মা-মেয়ে

ইস্টার সানডে পালনের প্রাক্কালে যে ২৯০ জন প্রাণ হারিয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন একজন সেলিব্রেটি শেফ ও তার মেয়ে। শান্তা মায়াদুনে শ্রীলঙ্কায় স্থানীয়ভাবে খুবই জনপ্রিয় ছিলেন তার রান্নার বই ও টেলিভিশন শো করে।

বোমা বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা আগেই মায়াদুনের মেয়ে নিসাঙ্গা ফেসবুকে একটি সেলফি শেয়ার করেন। এতে দেখা যায়, শাংরি-লা হোটেল ইস্টারের সকালে নাস্তা করছেন সবাই।

গতকাল রবিবার শ্রীলঙ্কার যে চারটি হোটেলে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার মধ্যে শাংরি-লা একটি। ওই হামলায় নিসাঙ্গাও প্রাণ হারান। নিসাঙ্গা ইউনিভার্সিটি অব লন্ডনে পড়াশুনা করেছিলেন। 

মায়াদুনের পরিবারের বন্ধু রাধা ফনসেকা জানান, তিনি শ্রীলঙ্কানদের কাছে খুবই সম্মানিত ছিলেন। ভাগ্য তাদের দুই জনকেই কেড়ে নিয়েছে। আমি খুবই বিপর্যস্ত। 

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর