নেত্রকোনার কেন্দুয়ায় গণধর্ষণের শিকার হয়েছে এক প্রতিবন্ধী কিশোরী (২০)। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। মামলা দায়েরের পর কিশোরীকে পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গত সোমবার সন্ধ্যার আগে উপজেলার গড়াডোবা ইউনিয়নে ঘটনাটি ঘটে। সোমবার রাতেই কিশোরীর বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মাহমুদুল হাসান ও কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ওই কিশোরী একই ইউনিয়নের আউজহাটি শিবপুর গ্রামে ফুফুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। ফেরার পথে বিকালে সাখরা গ্রামের কাছে পৌঁছলে চার যুবক মিলে কিশোরীকে প্রথমে স্থানীয় একটি জঙ্গলে নিয়ে যায়। পরে পুবাইল গ্রামের মুন্নাফ মিয়ার গোয়াল ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় খবর দেয়।
অভিযোগ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই ইউনিয়নের চন্দলাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে কাজল (৪০), আব্দুর রহমানের ছেলে হুমায়ূন (২৫) ও রইছ উদ্দিনের ছেলে জামরুল (২৮) নামে তিন যুবককে আটক করে। কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক