নারায়ণগঞ্জ জেলায় বন্দর থানাধীন বক্তারকান্দি এলাকায় চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। তাদের কাছ থেকে ১৪শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলো মো. জসিম (২৭), মো. আবির হোসেন (৩০), শোষেন সূত্রধর ওরফে মুন্না (৩৮) ও মোহাম্মদ হোসেন (২৭)। সোমবার দিনগত রাতে ওই অভিযান চলে। র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। র্যাব জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়; তারা দীর্ঘদিন ধরে যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে।
বিডি-প্রতিদিন/শফিক