কিশোরগঞ্জের তাড়াইলে মোটর সাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহত ওয়াফিজ উদ্দিন (৬৫) ইটনা উপজেলার বিরারভিটা গ্রামের আবুল হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওয়াফিজ উদ্দিন করিমগঞ্জের নিয়ামতপুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি তাড়াইল উপজেলার কাজলা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী ওয়াফিজ নিহত এবং অটোরিকশার চালকসহ ছয়জন আহত হন।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৯/মাহবুব