বগুড়া ধুনট উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় জামেলা বেওয়া (৮২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। জমেলা বেওয়া উপজেলার চালাপাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
জানা গেছে, দুর্ঘটনার পর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থার তাঁর মৃত্যু হয়।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা ও অজ্ঞাত চালককে শনাক্তকরণের চেষ্টা চলছে। নিহত জামেলা বেওয়ার মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক