বগুড়া-৬ (সদর) আসনে আগামী ২৪ জুন উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জেলার ৭ উপজেলা চেয়ারম্যান। মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে এ আহ্বান জানান তারা।
বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর, জেলা পরিষদ চত্বর, কোর্ট চত্বর ও পৌরসভার সংলগ্ন এলাকাসহ শহরের বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা বলেন, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে বগুড়া সদর আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নাই। গণসংযোগে অংশগ্রহণ করেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সফিয়ান সফিক, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন সান্নু, নন্দ্রীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সোনাতলা উপজেলা চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লিটন, দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল হক বেলাল ও কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ প্রমুখ।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। বগুড়ার মানুষ উন্নয়ন চায়, তাই এবারে বগুড়াবাসী সঠিক সিদ্বান্ত নিবে নৌকার বিজয়ের মধ্য দিয়ে।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৯/মাহবুব