১৫ জুন, ২০১৯ ২০:১৬

বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের ৫ জন আহত ও চারটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, ঘোষপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এসএম ফারুক হোসেন ও সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. চাঁন মিয়ার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়। শনিবার সকাল ৯টায় আকষ্মিকভাবে দুই গ্রুপ দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চন্ডিবিলা গ্রামের চাঁন মিয়া গ্রুপের রাজা মোল্লা (৬৫), আকরাম মোল্লা (৩৫), আসাদ মোল্লাসহ (৪০) পাঁচজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত রাজা মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ এলাকায় ইতিপূর্বে দুই গ্রুপ কমপক্ষে ৪-৫ বার সংঘর্ষে লিপ্ত হয়েছে।

এ ব্যাপারে মো. চাঁন মিয়া মুঠোফোনে বলেন, ফারুক চেয়ারম্যানের লোকজন কোন কারণ ছাড়াই আমার সমর্থকদের ওপর হামলা ও চারটি বাড়ি ভাংচুর করেছে। চেয়ারম্যান ফারুক হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে মুঠোফোন বন্ধ পাওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। 

থানা অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান জানান, সকালে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। দুই পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর