গাজীপুরের শ্রীপুর উপজেলার দুম্বারিচালা এলাকায় মাদক ব্যবসায়ী ও ডাকাত সদস্যদের সঙ্গে র্যাব সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ডাকাত সদস্য ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতের নাম বাবুল মিয়া ওরফে ডাকাত বাবুল। তিনি স্থানীয় জাহাঙ্গীরপুর গ্রামের আফছার উদ্দিনের ছেলে।
এ সময় র্যাব-১ এর দুই সদস্যও আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব-১-এর সহকারী পরিচালক কামরুজ্জামান জানান, র্যাব-১ এর টহলদল শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের দুম্বারিচালা এলাকায় ডাকাত ও মাদক ব্যবসায়ীরা অবস্থান করার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে রাত সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত ও মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। এতে বাবুল গুলিবিদ্ধ হন। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনার সময় র্যাব-১ এ কর্মরত কনস্টেবল জিকরুল ও কামরুল আহত হয়েছেন। তবে তাদের কেউ গুলিতে আহত হননি। আহত র্যাব সদস্যদের শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যোগ করেন কামরুজ্জামান।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান তিনি।
তিনি জানান, নিহত বাবুলের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ২৪টি মামলার তথ্য পাওয়া গেছে। এগুলোর মধ্যে ১২টি মাদক এবং ৭টি ডাকাতি মামলা।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম