কোনও বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে নেত্রকোনায় অনুষ্ঠিত হলো প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা।
শুক্রবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই জেলার ৬টি উপজেলার পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেন।
সদর উপজেলার মোট ৩৭টি কেন্দ্রে জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী, পূর্বধলা, বারহাট্টা ও দুর্গাপুরের মোট ২০ হাজার ৩৮৮ জন পরীক্ষায় অংশ নেন।
স্বজনরা বৃষ্টিতে ভিজেই বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের জন্য অপেক্ষা করেন। তবে প্রশ্ন ফাঁসসহ কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় সন্তুষ্ট পরীক্ষার্থীসহ স্বজনরা।
বাকি ৪টি উপজেলার পরীক্ষা দ্বিতীয় ধাপে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। তাতে মোট ২২ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবেন।
সব মিলিয়ে নেত্রকোনার ৪২ হাজার ৭৬৪ জনের বিপরীতে নিয়োগ পাবেন মোট ১৯৭ জন।
শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়ছেন জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ।
এদিকে পরিদর্শনকালে আদর্শ বালিকা কেন্দ্রে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ফটোস্ট্যাট দোকানগুলোর ওপরে কড়া নজরদারি রেখে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেই নেত্রকোনায় প্রশ্নপত্র দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম