লক্ষ্মীপুর থেকে লাহারহাট হয়ে নলছিটি পাঁচারকালে ২ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আটক করা হয় তাদের। এ সময় তাদের অপর দুই সহযোগী আরেকটি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১২টায় নগরীর পলিকেটনিক রোডে বিএমপি’র উপ-কমিশনার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উপ-কমিশনার (দক্ষিন) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে লক্ষ্মীপুর থেকে লাহারহাট ফেরীঘাট হয়ে ইয়াবার একটি বড় চালান ঝালকাঠীর নলছিটি যাচ্ছিলো। এ খবর পেয়ে মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর বাসস্ট্যান্ডে চেকপোস্ট স্থাপন করে। ওই রাতে সন্দেহভাজন দুটি মোটরসাইকেলের গতিরোধ করে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল থামলেও অপরটি পালিয়ে যায়। পরে পুলিশ ওই মোটরসাইকেলের দুই আরোহীর দেহ তল্লাশী করে ২ হাজার ৭শ’ পিস ইয়াবা এবং ৪টি মুঠোফোন সেটসহ তাদের আটক করে।
আটককৃতরা হলো মামুন হাওলাদার (৩৪) এবং রুবেল হাওলাদার (২২)। তাদের বহনকারী ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে ছেড়ে দেয় পুলিশ।
পালিয়ে যাওয়া মোটর সাইকেলের অপর দুই আরোহী হলো তাদের সহযোগী নলছিটির সুবিদপুর ইউনিয়নের মজকুনী এলাকার মনজীল হাওলাদার (৩০) এবং একই উপজেলার বৈশাখীয়া এলাকার নাসির সিকদার (৪৫)।
এ ঘটনায় আটক ২ জন এবং পালিয়ে যাওয়া ২ জনসহ ৪ জনের বিরুদ্ধে বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।
বিডি প্রতিদিন/হিমেল