জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২০ ভাগ বরাদ্দ বৃদ্ধির দাবিতে নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল কালিবাড়ি থেকে বের হয় শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সরকারের সঞ্চালনায় উক্ত সমাবেশে সভাপিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মিঠুন শর্মা। সমাবেশে বক্তারা প্রস্তাবিত (২০১৮-২০১৯) জাতীয় বাজেটকে প্রহসনমূলক আখ্যা দিয়ে কৃষক-শ্রমিক-মেহনতি বান্ধব বাজেট ঘোষণার দাবি জানায়।
এ বিক্ষোভ সমাবেশে জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২০ ভাগ ও জিডিপির ০৬ ভাগ বরাদ্দসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং স্বাস্থ্য ও সংস্কৃতিখাতের বরাদ্দ বৃদ্ধি করতে হবে বলে দাবি জানানো হয়।
মিঠুন শর্মা সমাপনী বক্তব্যে বলেন, এই বাজেটে দেশের মধ্যবিত্ত শ্রেণি, কৃষক শ্রেণিকে প্রাধান্য না দিয়ে একচ্ছত্র লুটপাটকারী ও দুর্নীতিবাজদেরকে প্রাধান্য দেয়া হয়েছে। যার মাধ্যমে দেশের আগামী প্রজন্মকে অন্ধ করার পাঁয়তারা চলছে। সংস্কৃতি খাতে পরিমিত বরাদ্দ ধরা হয়নি। যা পর্যায়ক্রমে দেশের সংস্কৃতিকে ধ্বংস করার প্রাথমিক ধাপ।
বিডি-প্রতিনিধি/শফিক