দিনাজপুরের ফুলবাড়ী ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে ডুবে আঁখি মনি (৪) ও আমপি (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউনিয়নের রাজারামপুর মাছুয়াপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু আঁখি মাছুয়াপাড়ার হামিদুল ইসলামের মেয়ে ও আমপি (৬)একই গ্রামের আইয়ুব আলীর মেয়ে।
শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব জানায়, শিশু দুটি অন্যদের সঙ্গে খেলছিল। খেলার শেষে বাড়ির পাশে ছোট যমুনা নদীতে শিশু দুটি গোসল করতে নামে। কিন্তু এরা আর পানি থেকে না উঠায়, তাদের সঙ্গে আসা আরেক শিশু বাড়িতে খবর দেয়। এরপর খোঁজাখুঁজি করার এক পর্যায় শিশু দুটিকে নদীতে ভাসতে দেখে তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী ও ডুবুরিরা ছোট যমুনা নদীতে খোঁজাখুঁজির পর দুপুর ১২টায় শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সঞ্জয় গুপ্ত তাদের মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক