তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে কবির নিজগ্রাম মোংলার মিঠেখালিতে দিনব্যাপী রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।
এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রুদ্রের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বাংলাদেশের কবিতায় অবিস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি। কবি ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে মারা যান।
কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিপিবি, অন্তর বাজাও, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ বিদ্যাপীঠ, শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের নানা শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নিয়ে কবির গ্রামের বাড়ি মোংলার মিঠেখালিতে সকালে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং মিঠেখালিতে বিকালে রুদ্র সংসদ কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। স্মরণসভা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও রুদ্রের গান পরিবেশিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রুদ্র সংসদের সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যতম নেতা সুমেল শারাফাত। সমাবেশে বক্তব্য রাখেন রুদ্র সংসদের উপদেষ্টা মাহমুদ হাসান ছোটমনি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মো. নূর আলম শেখ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেন, প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, রুদ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক নাজমুল হক, আসাদুজ্জামান টিটো প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল