সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাটিবাহী ট্রাক চাপায় আনজিনা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উল্লাপাড়া-লাহিড়ী মোহনপুর আঞ্চলিক সড়কে উপজেলার চরপাড়া কমিউনিটি ক্লিনিক এলাকায় মাটিবাহী ট্রাকটি চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। আনজিনা পার্শ্ববর্তী কয়ড়া কৃষ্টপুর গ্রামের আব্দুল মমিনের স্ত্রী।
উল্লাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক দিলীপ কুমার জানান, উল্লাপাড়া মোহনপুর আঞ্চলিক সড়ক সংস্কার কাজে নিয়োজিত ট্রাকটি ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চরপাড়া কমিউনিটি ক্লিনিকের দেয়ালে ধাক্কা দেয়। এ সময় আনজিনা খাতুন ওই পথ ধরে যাচ্ছিলেন। এ দুর্ঘটনায় আনজিনা খাতুনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই দ্রুত ট্রাক চালিয়ে পালিয়ে যায় চালক।
বিডি-প্রতিদিন/শফিক