চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রণজিৎ দাশ (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত শ্যামল দাশকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রণজিৎ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার মসজিদজাম গ্রামের যোগেন দাশের ছেলে। দীর্ঘদিন ধরেই পাহাড়তলী এলাকায় বসবাস করে আসছেন। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উক্ত থানার বাইন্যাপাড়া দুর্গামন্দিরের পাশে জনৈক তপন সেনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে বিদ্যুৎস্পৃষ্ট দুই শ্রমিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে রণজিৎ মারা যান। পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুল হক জানান, নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর আহত শ্যামল বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।
বিডি-প্রতিদিন/শফিক