বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে এক বৃদ্ধ নিহত হয়েছে। এছাড়াও নারীসহ দুইজন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ছাগলধরা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাঙালী নদীর তীরের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ওই গ্রামের মৃত জনাব আলীর ছেলে ছায়েদ জামান (৫৫) নিহত হয়। এসময় একই গ্রামের মহিদুল ইসলাম (৩৫) ও তাপসি বেগম (২৫) নামে দুই ব্যক্তি আহত হন। আহতদের সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল