মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের এক আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। নিহত তাপস রায় (৪৫) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর গ্রামের চান্দু রায়ের ছেলে। আহতদের মধ্যে রয়েছে তাপস রায়ের স্ত্রী উর্মিলা রায় (৩০), সাজেদা বেগম (৪০) ও সাথী।
রামনগর হাইওয়ে থানার ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাফুর আহম্মেদ ও আহতরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে মাগুরার সীমান্তবর্তী ওয়াপদা এলাকায় কামারখালী ব্রিজে ওঠার সময় একটি ট্রাক ঐ ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা তাপস রায় নিহত হয় । নিহত তাপস রায় তার স্ত্রীকে নিয়ে শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তার স্ত্রী উর্মিলা রায়সহ আহত তিনজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাথীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। তার বাড়ি ফরিদপুরের কামারখলি গ্রামে।
বিডি-প্রতিদিন/শফিক