সিরাজগঞ্জের কাজিপুরে ফরহাদ আলী (১৮) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ কাজিপুর উপজেলার হরিনাথপুর মধ্যপাড়ার একটি পরিত্যক্ত বাড়ির গর্ত থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত ফরহাদ বগুড়ার ধুনট উপজেলার বড়বিলা গ্রামের তাজেম মণ্ডলের পুত্র।
কাজিপুর থানার ওসি (তদন্ত) গৌতম চন্দ্র মালী জানান, হরিনাথপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির গর্তের মধ্যে এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহতের গলায় ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ গর্তে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক