কক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসায় বিরোদের জের ধরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকালে টেকনাফের হ্নীলার পশ্চিম পানখালী নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইসমাইল (২৫) ঐ এলাকার মো. ইদ্রিসের পুত্র।
নিহতের বড় ভাই হাফেজ ইব্রাহীম জানান, সকালে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার আব্দুর রহমান, মাহমুদুর রহমান ও মো. সেলিম অর্তকিতভাতে মোটরসাইকেলযোগে তাদের বাড়িতে এসে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
টেকনাফ থানার পুলিশ জানান, নিহত ইসমাইল ও আব্দুর রহমান গংয়ের মধ্য ইয়াবার লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। তারই সূত্র ধরে এই হত্যকাণ্ড বলে ধারনা করছে স্থানীয়া। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/হিমেল