১৫ জুলাই, ২০১৯ ২০:১৪

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৬৫ সেন্টিমিটার উপরে

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৬৫ সেন্টিমিটার উপরে

হবিগঞ্জে টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে খোয়াই ও কুশিয়ারা ভেড়ামোহনা, করাঙ্গী ও সোনাই নদীর পানি দিন দিন বাড়ছে। আজ সকাল ১০টার দিকে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৬৫ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় উৎকণ্ঠা দেখা দিয়েছে নদী ও হাওর তীরবর্তী মানুষের মধ্যে। 

এদিকে খোয়াই-কুশিযারা নদীর পানি অব্যাহত বৃদ্ধি পাওয়ায় শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। খোয়াই নদীর পানি প্রতি ঘণ্টায় ১০ সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে অপর দিকে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে শাখা নদী রত্না, সুটকি, সোনাই, সুতাং করাঙ্গী ও বছিরা নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

এদিকে নবীগঞ্জের কুশিয়ারা ডাইক ভেঙে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। আজমিরীগঞ্জের কাকাইলছেও ও রসুলপুর সড়কে ভাঙন দেখা দিয়েছে।   পানি উন্নয়ন বোর্ডের  উপ-বিভাগীয়  প্রকৌশলী এম এল সৈকত জানান, নদীর পানি বৃদ্ধি পেলেও পানি উন্নয়ন বোর্ড  সার্বক্ষণিক তৎপর রয়েছে। রাধাপুর বাঁধ ভেঙে গেলেও মেরামতের কাজ এগিয়ে চলেছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর