১৬ জুলাই, ২০১৯ ২১:২০

কর্ণেল মালেক স্মরণে মানিকগঞ্জে সভা

অনলাইন ডেস্ক

কর্ণেল মালেক স্মরণে মানিকগঞ্জে সভা

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাবা মরহুম কর্ণেল (অব.) এ মালেকের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্ণেল মালেক মেডিকেল কলেজ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন। 

স্মরণসভায় কর্ণেল মালেকের জীবনাদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন- পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক বাবুল মিয়া, সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল আমিন আখন্দ, মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আবদুল আওয়াল, মানিকগঞ্জ ডায়েবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, কর্ণেল মালেক ছিলেন উন্নত চরিত্রের অধিকারী। তিনি সবর্দা মানুষের কল্যাণে, মানুষের সেবায় কাজ করেছেন।তাই মানুষ তাকে মনে রেখেছে। এখন তার নামে মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে। আগামী এক বছরের মধ্যেই মেডিকেল কলেজ হাসপাতালের কাজ শেষ হবে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর