১৬ জুলাই, ২০১৯ ২২:২৮

ক্রেতা সেজে ফেনসিডিলের বাঙ্কার আবিস্কার করল র‌্যাব

মোরেলগঞ্জ প্রতিনিধি

ক্রেতা সেজে ফেনসিডিলের বাঙ্কার আবিস্কার করল র‌্যাব

বাগেরহাটের মোরেলগঞ্জে ক্রেতা সেজে মাটির নীচ থেকে মাদক ব্যবসায়ীর ফেনসিডিল রাখার বাঙ্কার আবিস্কার করেছেন র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা। মঙ্গলবার রাত ৯টার দিকে ভাইজোড়া গ্রামের এমদাদ ওরফে মাদারী এমদারের বাড়িতে অভিযান চালিয়ে এ বাঙ্কার আবিস্কার করেন তারা। মাটি খুড়ে তৈরি করা ওই বাঙ্কার থেকে ১৩ বোতল ফেনসিডিল বের করা হয়। 

অভিযানে নেতৃত্বদানকারী এএসপি আমিনুল ইসলাম বলেন, প্রতি বোতল ফেনসিডিল ১৭শ’ টাকা দরে মোট ৫০ বোতল ক্রয়ের জন্য মোরেলগঞ্জে আসেন র‌্যাব সদস্যরা। শর্ত অনুযায়ী শিব্বির নামে এক যুবক প্রথমে ৬ বোতল তাদের হাতে তুলে দেন। 

ওই সময় শিব্বিরকে আটক করে তার দেওয়া তথ্যমতে ফেনসিডিলের ডিলার ভাইজোড়া গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মাদারী এমদারের বাড়িতে অভিযান চালিয়ে আরও ১৩ বোতল উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে এমদাদ ও তার স্ত্রী ঘরের দরজা খোলা রেখে পালিয়ে যায়।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর