শিরোনাম
১৭ জুলাই, ২০১৯ ১২:১৫
পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি

কাপ্তাই হ্রদের পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

কাপ্তাই হ্রদের পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদের পানির নিচে রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে রাঙামাটির পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু। বুধবার সকালে সেতুর পাটাতন পানির নিচে দেখতে পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর পর্যটকদের সেতুর উপর চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেছেন, সম্প্রতি টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি এখন বিপদসীমার উর্ধ্বে। পানি বাড়ার কারণে পর্যটন কমপ্লেক্সে আকর্ষণীয় ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে ডুবে গেছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুর উপর চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পানি কমে গেলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। 

প্রসঙ্গত, ১৯৮৬ সালে পর্যটকদের কাছে রাঙামাটিকে আকর্ষণীয় করার জন্য দু’টি পাহাড়ের সংযোগ দেয়া কাপ্তাই হ্রদের ওপর ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়। ৩৩৫ ফুট দীর্ঘ মনোরম ঝুলন্ত সেতুটি পর্যটন কমপ্লেক্সের গুরুত্ব ও আকর্ষণ অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। শুধু এ ঝুলন্ত সেতুটি দেখতে প্রায় প্রতিদিন এখানে আসে হাজারো দেশি-বিদেশী পর্যটক।

অভিযোগ রয়েছে, এ সেতুকে ঘিরে পর্যটন কর্তৃপক্ষ কোটি কোটি টাকা আয় করলেও ঝুলন্ত সেতুটি উন্নায়নের কোন প্রদক্ষেপ গ্রহণ করেনি তারা। তাই প্রতিবছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায় এ ঝুলন্ত সেতুটি। ফলে সেতুর উপর চলাচল মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়।  
 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর