১৭ জুলাই, ২০১৯ ১৬:০২

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ রক্ষায় সারা দেশের মত বাগেরহাটে আজ বুধবার থেকে জাতীয় মৎস্য সপ্তাহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে। 

সপ্তাহের প্রথম দিনে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. খালেদ কনক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহকারী পরিচালক অমল কান্তি রায়, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার প্রমুখ। এসময় বাগেরহাটে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সরকারের নানা উদ্যোগে মৎস্য সম্পদ বৃদ্ধি পেয়ে চাহিদা সম্পূর্ণ হয়েছ। বাংলাদেশ এখন মাছে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে গড়ে উঠেছে। গত বছর বাগেরহাট জেলার ৯টি উপজেলার ৭২ হাজার ১৯০ হেক্টর জমিতে ১৬ হাজার ২৪২ মেট্রিক টন বাগদা চিংড়ি, ১৪ হাজার ৯৬২ মেট্রিক টন গলটা চিংড়ি ও ৫১ হাজার ৮৮০ মেট্রিক টন সাদা মাছ উৎপাদন হয়। চলতি বছর বাগেরহাটে মাছের উৎপাদন আরও বাড়বে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।  


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর