শিরোনাম
১৭ জুলাই, ২০১৯ ১৮:৪৫

বিশ্বনাথে পাসের হারে কলেজের চেয়ে এগিয়ে মাদরাসা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে পাসের হারে কলেজের চেয়ে এগিয়ে মাদরাসা

এবারের এইচএসসি, আলিম ও সমমাননা পরীক্ষার ফলাফলে সিলেটের বিশ্বনাথে শতকরা পাসের হারে কলেজের চেয়ে এগিয়ে গেছে মাদরাসার শিক্ষার্থীরা।

উপজেলার ১২টি কলেজ মিলিয়ে মোট পাসের হার ৬৫.৪০% এবং ৭টি মাদরাসা মিলিয়ে পাসের হার ৯৬.৫১%। এ প্লাস প্রাপ্তিতেও এগিয়ে গেছে মাদরাসার শিক্ষার্থীরা। এইচএসসিতে এ প্লাস ৩টি। আলিমে এ প্লাস ৪টি।

এবারের এইচএসসি, আলিম ও সমমাননা পরীক্ষায় দু'টি কেন্দ্রে ১২টি কলেজ ও ৭টি মাদরাসার ১৯৩৯ জন পরীক্ষার্থীরা অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৩৬৬জন।

অকৃতকার্য হয়েছে ৫৭৩জন। কলেজে শতকরা সর্বোচ্চ পাসের হার ৯৫.১২%। সর্বনিম্ন পাসের হার ৫২.৫৭%। মাদরাসায় শতকরা সর্বোচ্চ পাশের হার শতভাগ। সর্বনিম্ন পাসের হার ৯০.৩০%। সর্বোচ্চ ২টি এ প্লাস উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের। মাদরাসায় সর্বোচ্চ ৩টি এ প্লাস তেলিকোনা এলাহাবাদ আলিম মাদরাসার।

ফলাফলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব বলেন, এবার কলেজের চেয়ে মাদরাসার শিক্ষার্থীরা এগিয়ে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর