১৭ জুলাই, ২০১৯ ১৯:০১

ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে আজ বুধবার সকাল ১১টায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, খলিলুর রহমান, এম এ মান্নান প্রমুখ। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে, আগামীকাল ১৮ জুলাই র‌্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ। এরপর ১৯ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২০ জুলাই মোবাইল কোর্ট। ২১ জুলাই স্কুল, কলেজ ও মাদ্রাসায় বিতর্ক প্রতিযোগিতা, ২২ জুলাই হাটবাজারে ভিডিওচিত্র প্রদর্শনী ও ২৩ জুলাই উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর মূল্যায়ণ, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হবে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর