১৭ জুলাই, ২০১৯ ১৯:১৭

দিনাজপুর বোর্ডে ৭ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর বোর্ডে ৭ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৭ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

বোর্ড সূত্রে জানা যায়, ওই ৭ শিক্ষা প্রতিষ্ঠান হলো, পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজউদ্দিন কলেজ-শিক্ষার্থী ৭জন, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরিরহাট বি.এল হাই স্কুল এ্যান্ড কলেজ-শিক্ষার্থী ৬জন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ডাকসিন ঘনাসিয়াম স্কুল এ্যান্ড কলেজ-শিক্ষার্থী ৫জন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজ-শিক্ষার্থী ৫জন, লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার নামুড়ি হাই স্কুল এ্যান্ড কলেজ শিক্ষার্থী ২জন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বেপারীটলা আদর্শ কলেজ শিক্ষার্থী ২জন, গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এম.এম. আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ স্কুল এ্যান্ড স্কুল এ্যান্ড কলেজ শিক্ষার্থী ১ জন পরীক্ষায় অংশগ্রহন করে। 

এর মধ্যে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার নামুড়ি হাই স্কুল এ্যান্ড কলেজের এবারেও একজনও পাস করতে পারে নাই। 

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এসব কলেজকে শোকজ করা হবে। সন্তোষজনক উত্তর পাওয়া না গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগের বছরেও এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর