১৭ জুলাই, ২০১৯ ১৯:৫৩

ব্রাহ্মণবাড়িয়ায় রমজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় রমজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রমজান সরকার হত্যার সুষ্ঠ তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ বুধবার দুপুরে উপজেলার আউলিয়া বাজারে বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এতে বক্তব্য রাখেন নিহত রমজানের ভাই মিজান, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হুমায়ন মেম্বর প্রমুখ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, রমজানের স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। উল্লেখ্য, গত ৯ জুলাই বিজয়নগর উপজেলায় শ্বশুর বাড়ির বাথরুম থেকে জামাতা রমজান সরকারের মরদেহ উদ্ধার করা হয়। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর