১৭ জুলাই, ২০১৯ ২০:২৩

সখীপুরে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ, নিহত ১

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

সখীপুরে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ, নিহত ১

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. শফিকুল ইসলাম খান (৫০) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কাহারতা এলাকায় নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ঐ এলাকার দেলোয়ার খানের ছেলে। 

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) সখীপুরের পক্ষ থেকে লিখিত নোটিশের মাধ্যমে বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর বুধবার সকালে বিদ্যুৎ শ্রমিক শফিকুল কাহারতা গ্রামের বাছেদ মিয়ার পোল্ট্রি খামারে বিদ্যুতের কাজ করতে যায়। কাজ করার সময় লাইনটি হঠাৎ চালু হলে সে বিদ্যুৎস্পৃষ্টে  ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জামাত আলী আকন্দ বলেন, শফিকুল ইসলাম বিদ্যুৎ বিভাগের কোন কর্মচারী নয়। তাছাড়া সে লাইনে কাজ করবে এরকম কোন পূর্ব অনুমতি নেয়নি। আমরা ১৩২ কেভি গ্রিডের মেরামতের কাজ দ্রুত সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে জানিয়ে লাইনটি চালু করেছি। তবে নিহতের পরিবার দাবি করছে শফিকুল বিদ্যুৎ শ্রমিক, তিনি এ কাজ করেই জীবিকা নির্বাহ করনতেন। পূর্ব ঘোষিত সময়সীমার বিদ্যুৎ চালু করায় শফিকুলের প্রাণহানি হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর