১৭ জুলাই, ২০১৯ ২১:০৯

সৈয়দপুরে বাবার অভিযোগে ছেলের জেল

নীলফামারী প্রতিনিধি :

সৈয়দপুরে বাবার অভিযোগে ছেলের জেল

নীলফামারীর সৈয়দপুরে পিতার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে জেলে প্রেরণ করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান পাশা জানান, সৈয়দপুর পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে  মাদকাসক্ত আব্দুল্লাহ আল মামুন (১৯) মাদকসেবনের টাকা না পেয়ে প্রায় তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের উপর অত্যাচার করে আসছিল। 

তার অসহনীয় অত্যাচার থেকে পরিত্রাণ পেতে বুধবার সকালে বাবা আব্দুর রাজ্জাক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমারের কাছে একটি লিখিত অভিযোগ দিলে পুলিশের সহায়তায় মাদকাসক্ত মামুনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মামুনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর