১৭ জুলাই, ২০১৯ ২১:১৭

ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদের ভাঙন তীব্র, বাড়ি-ঘর বিলীন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদের ভাঙন তীব্র,  বাড়ি-ঘর বিলীন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নে আড়িয়াল খাঁ নদের ভাঙন পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে বসতবাড়ি, বাড়ি-ঘর, দরগা নদী গর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে ভাঙ্গার তারাইল-সদরপুর সড়কের দরগা বাজার মোড় এলাকা।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দরগা বাজার এলাকার অনেক অংশ নদী গর্ভে বিলীন হয়েছে। পাশের বিকল্প সড়কে লোকজন চলাফেরা করছে।
 
নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী লাবলু জানান, বুধবার বিকাল পর্যন্ত আড়িয়াল খাঁর ভাঙনে নাসিরাবাদ ইউনিয়নের ৩টি গ্রামের প্রায় ২শত বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ইউনিয়নের গজারিয়া গ্রামের ৮টি বাড়ি, দুয়াইর গ্রামের ৩টি বাড়ি ও মোনাই শাহ’র দরগা, চরদুয়াইর গ্রামের ৫টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। 

এছাড়া তারাইল-সদরপুর সড়কের দরগা বাজার নামক স্থানে সড়কের প্রায় ৮০ ভাগ ভেঙে গিয়েছে। এখন পর্যন্ত ভাঙন ঠেকাতে সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

চেয়ারম্যান আরও জানান, ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহহারা ১৬টি পরিবারে মাঝে চিড়া, মুড়ি, ডাল, তেল বিতরণ করা হয়েছে। চেয়ারম্যান ব্যক্তিগত উদ্যোগে ১৬ পরিবারের মাঝে ২০০ কেজি চাল বিতরণ করেছেন বলে জানান। 

ভাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহুরুল হক বলেন, নাসিরাবাদ এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ঠিকাদার না পাওয়ায় ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলানো দেরি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে জিও ব্যাগ ফেলানো শুরু হবে।     


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর